Site icon janatar kalam

ষষ্ঠবারের মতো সামাজিক দূরত্বকে মান্যতা দিয়ে গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো রামনগর ৪ এর শেষ প্রান্তের রাম ঠাকুর সেবা মন্দির

এই বিপন্ন মুহূর্তে রাজধানীর রামনগর ৪ নাম্বার শেষ প্রান্তে রাম ঠাকুর সেবা মন্দিরের উদ্যোগে ষষ্ঠ বারের মতো সামাজিক দূরত্বকে মান্যতা দিয়ে এলাকার দুস্থ ও গরিবদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়. এ দিনের কর্মসূচি থেকে মন্দির কমিটির কার্যকর্তা আশিস পাল বক্তব্য রাখতে গিয়ে এই এলাকায় যেহেতু হিন্দু-মুসলিম উভয়ের বসবাস এবং আগামীকাল যেহেতু মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ঈদ, তারই পরিপেক্ষিতে আজকের এই দান কর্মসূচি বলে জানান তিনি. এদিকে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ডালিয়া সিংহ মহোদয়া সহ মন্দির কমিটির অন্যান্য কর্মকর্তারা.

Exit mobile version