Site icon janatar kalam

গরিব কৃষকদের সাহায্যার্থে ধানের জমিতে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

লক ডাউনের প্রতিকূল পরিস্থিতিতে কৃষকদের সুবিধার্থে ও উৎসাহ প্রদানে ধানের জমিতে কৃষকদের সাথে ধান কাটলেন কৃষি মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। রবিবার সকালে উদয়পুর রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের অধীন পশ্চিম ছাতারিয়া তে পিন্টু মজুমদারের এক কানি ধানের জমিতে নবীন ধান কেটে কৃষক দের সহযোগিতা ও উৎসাহ দিলেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। এদিন উনার সাথে উপস্থিত ছিলেন বিজেপি রাধাকিশোরপুর মন্ডল সভাপতি প্রবীর দাস, কৃষান মোর্চার গোমতী জেলা সভাপতি তাপস দাস সহ প্রমুখ নেতৃবৃন্দ। মন্ত্রীর এই উদ্যোগে এদিন খুশি কৃষকরা। এদিন মন্ত্রী সহ বিজেপির কর্মীরা পাকা ধানের ফসল কেটে দেওয়াই অনেকটাই সুবিধা হয়েছে বলে জানান চাষী পিন্টু মজুমদার।

Exit mobile version