জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিপিআইএম কাউকে কোনদিন কোন কিছু দিতে জানে না অথচ নিতে জানে ,মন্তব্য সাংসদ বিপ্লব কুমার দেবের। মজদুর মনিটরিং সেল বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে মঙ্গলবার এক সাংগঠনিক সভার আয়োজন করা হয় মলয় নগর কমিউনিটি হলে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন , বিগত ২৫ বছর সিপিআইএম এর আগের পাঁচ বছর কংগ্রেস , তারও আগে দশ বছর সিপিআইএম, এই দুই পার্টি মিলে সর্বনাশ করেছে রাজ্যের মানুষের। বিপ্লব কুমার দেব আরও বলেন , বিজেপি সরকারের পাঁচ বছরে রাজ্যের মানুষ কোন লড়াই আন্দোলন করতে হয়নি , উপরন্তু সরকার নিজেদের থেকেই শ্রমিক কৃষকদের কল্যাণে কাজ করে গিয়েছে। এই সরকারকেই মানুষ পুনরায় প্রতিষ্ঠিত করবে। এ দিনের সম্মেলনে রেল হকাররা বিজেপি সরকারকে প্রতিষ্ঠা করার জন্য সঙ্গবদ্ধভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়বে বলে জানান।