Site icon janatar kalam

রাজধানী আগরতলার বুকে করোনা ব্যাক্তির সন্ধান পাওয়াকে ঘিরে ক্ষোভে এলাকাবাসী

বহিরাজ্য মুম্বাই থেকে নিজ বাড়িতে ফিরে আসা ১৬ জনের মধ্যে করুণা সংক্রমনের খবর পাওয়া যায় এই ১৬ জনের মধ্যে দুজনকে গতকাল রাতে উদ্ধার করে নিয়ে যায় রাজ্যের করুণা রিকভারি টিম কিন্তু রাজধানী আগরতলার মধ্যে মন্ত্রী বাড়ি রোড এলাকা এমএল প্লাজার বিপরীত গলিতে নিজ বাড়িতে ফিরে আসা এক ব্যক্তিকে নিয়ে যায়নি বলে বিক্ষোভ প্রদর্শনের বসে এলাকাবাসীরা. এলাকাবাসীর অভিযোগ ওই ব্যক্তির যদি করুণা সংক্রমিত হয়ে থাকে তাহলে পরিবারের সকলেরই সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান, তারই পরিপেক্ষিতে রাজধানী আগরতলা নেতাজি চৌমুনীস্থিত এম এল প্লাজার বিপরীত গলিতে বিক্ষোভ প্রদর্শনের বসে এলাকাবাসীরা. এলাকাবাসীর দাবি অতিসত্বর এলাকার গলিকে সেনেটাইজ করা এবং মহকুমা শাসক ও সদর মহকুমা শাসকের কাছে অনুরোধ জানান সংক্রমিত ওই ব্যক্তির পাশাপাশি পরিবারের লোকজনদের উদ্ধার করে নিয়ে গিয়ে তাদের কোয়ারান্টিনে রাখার জন্য, তা না হলে এই মহামারী এলাকাজুড়ে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন এরা এই ঘটনাকে ঘিরে ক্ষোভে ফুটছে এলাকাবাসীরা.

Exit mobile version