জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার সন্ধ্যায়
বিজেপি প্রদেশ কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক তথা শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ, দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী ও অশোক সিনহা l সাংবাদিক সম্মেলনে শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ বলেন, কংগ্রেস অতিতের মত মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দেয় l ওদের ক্ষমতায় আসার বিন্দুমাত্র সুযোগ নেই l বিন্দুমাত্র l আবার তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দুই একটা আসন পাওয়া যায় কি না চেষ্টা করছে বলে তিনি জানান l তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বেকারদের সঙ্গে জঘন্য খেলা শুরু করেছে বলে তিনি আরও জানান l