Site icon janatar kalam

রাজ্যে শান্তি পূর্ণ নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের নিকট বিজেপি নেতৃত্ব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার বিজেপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল রাজ্য এর মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্তের কাছে ডেপুটেশন প্রদান করে। নির্বাচনের প্রাক্কালে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হয় রাজ্য বিজেপির নেতৃত্বরা। ওই প্রতিনিধি দলে ছিলেন মন্ত্রী তথা বিজেপি নেতৃত্ব রতন লাল নাথ, প্রদেশ মুখপাত্র ডক্টর অশোক সিনহা, প্রদেশ নেতৃত্ব বলাই গোস্বামী সহ অন্যান্যরা। এদিন রাজধানীর অফিসলেন স্থিত জেলা শাসক তথা সমাহর্তার দপ্তরের কনফারেন্স হলে মুখ্য নির্বাচনি আধিকারিক কিরণ গীত্যে পুলিশ সুপার শংকর দেবনাথ , মহকুমা শাসক দেবপ্রিয় বর্ধনএর সাথে মিলিত হয়ে সার্বিক বিষয় তুলে ধরেন বিজেপি নেতৃত্বরা । এবিষয়ে রতন লাল নাথ বলেন, কোন ডেপুটেশন নয় l আমরা রাজ্যে শান্তি পূর্ণ নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের কাছে এসেছি l কমিশন যাতে তা গুরুত্ব সহকারে দেখে l

Exit mobile version