Site icon janatar kalam

দিল্লিতে বৈঠকের পরে আগামী ২৫ শে জানুয়ারি ঘোষিত হবে কংগ্রেসের প্রার্থী তালিকা : বীরজিৎ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
আগাম ঘোষনা অনুসারে সোমবার দুপুরে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। রাজধানীর কংগ্রেস ভবনে হয় এই সাংবাদিক সম্মেলন l সম্মেলনে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি বিরজিৎ সিনহা সহ অন্যান্যরা l সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আগামী 25 শে জানুয়ারি আমাদের প্রার্থী তালিকা ঘোষনা করা হবে l দিল্লিতে বৈঠকের পরই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষনা করা হবে l তবে প্রার্থী বাছাই এর এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয় নি l পাশাপাশি তিনিও কিছু বলতে নারাজ l এদিকে তিপ্রা মথা দলের প্রতি সহানুভূতি আছে বলে তিনি জানান।

Exit mobile version