জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলি নিজেদের কর্মসূচি তেজী করে তুলছে। ৪৭ আমবাসা বিধানসভা কেন্দ্রের জগন্নাথপুর ভিলেজ কমিটির অন্তর্গত জগন্নাথপুর এলাকায় সোমবার বাড়ি বাড়ি প্রচারে বের হয় ত্রিপ্রা মথা দল । স্থানীয় নেতা প্রেমলাল মলসমের নেতৃত্বে ত্রিপ্রা মথা কর্মী-সমর্থকরা এলাকার প্রত্যেকটি বাড়িতে গিয়ে নির্বাচনী প্রচার করেন। প্রচারকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেম লাল মলসুম বলেন ,উনারা নির্বাচনকে লক্ষ্য রেখে ৪৭ আমবাসা বিধানসভার প্রত্যেকটি বাড়িতে গিয়ে ভোট প্রচার করছেন। দৃঢ়আশাবাদী এই কেন্দ্রে ত্রিপ্রা মথা দলের প্রার্থী জয়ী হবেন।