Site icon janatar kalam

চাষীদের স্বনির্ভর করার লক্ষ্যে কৃষি মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়ের উপস্থিতিতে ঋণ প্রদান

শনিবার উদয়পুর মহকুমাধীন হদ্রা গ্রাম পঞ্চায়েতে পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক, নাবার্ড এবং এফ পি ও এর যৌথ উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের স্বনির্ভর করার লক্ষ্যে বিভিন্ন চাষীদের মধ্যে কে.সি.সি এবং জে.এল.জি ঋণ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিশিষ্ট সমাজসেবী অভিষেক দেবরায় , জীতেন মজুমদার সহ নাবার্ড, পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক এবং এফ পি ও এর কর্মকর্তারা। মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন উনার দৃঢ বিশ্বাস শনিবার যে সকল কৃষক ও কৃষক দলগুলি ঋণ নিয়েছেন তারা আগামীদিনে সফল হবেন এবং আগামীদিনে তারা সঠিক সময়ে ঋণ পরিশোধ করতে পারবে এবং আবারও ঋণ নিয়ে ব্যবসায় প্রসার ঘটাতে পারবে। এদিন ঋণ পেয়ে বেজায় খুশি ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা।

Exit mobile version