Site icon janatar kalam

৬- আগরতলায় প্রচারে টেক্কা দিচ্ছে কংগ্রেস সিপিএম

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কংগ্রেস এবং সিপি আই এম দলের যৌথ উদ্যোগে দুই দলের ফ্ল্যাগ লাগানো হয় ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের নন্দনগর এলাকায়। দুই দলের নেতাকর্মীরা মিলেই এই কর্মসূচিতে অংশ নিয়েছে। প্রচার কর্মসূচি নিয়ে বলতে গিয়ে জনৈক কার্যকর্তা জানান , দিনের বেলা প্রচারসজ্জা লাগালেও রাত্রিবেলা দূর্বৃত্তরা এগুলি নষ্ট করে ফেলছে। কে বা কারা নষ্ট করে ফেলছে নাম না বললেও ইঙ্গিত করছে শাসকদলের দিকে। বলছে শাসকদলের নেতা কর্মীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে কংগ্রেস সিপিআইএম জোটবাধায়। এবারের নির্বাচনে শাসক দলের পায়ের নিচের মাটি উর্বর হয়ে পড়েছে। ক্ষমতায় ফিরতে পারবে না জেনেই এই ধরনের হজ্জ্বতি চালিয়ে যাচ্ছে।

Exit mobile version