জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১৬ ফেব্রুয়ারি রাজ্যের বিধানসভা ভোট। তাই ভোটকে সামনে রেখে রাজনৈতিক দলগুলি এখনো চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা না করলেও, প্রচার কর্মসূচি অব্যাহত রেখেছে। এক্ষেত্রে বাড়ি বাড়ি ভোট প্রচারে যেন কয়েক কদম এগিয়ে রয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দ্বিতীয়বারের মতো ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী হতে চলেছেন ডক্টর সাহা। দলের হাই কমান্ডের তরফে প্রার্থী পদ নিয়ে অনেকটা নিশ্চিত হয়েই প্রতিদিন গণদেবতাদের বাড়ির দরজায় ছুটে যাবার চেষ্টা করছেন তিনি। গত কয়েকদিন ধরেই দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে মুখ্যমন্ত্রী বাড়ি বাড়ি প্রচারে সামিল। যে প্রচার কর্মসূচি অব্যাহত রয়েছে। রবিবার সরকারি ছুটির দিন নিজের বিধানসভা কেন্দ্রের আওতাধীন নেতাজি চৌমুনী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে আবারো পদ্ম চিহ্নে ভোট চাইলেন তিনি। এবার লক্ষ্য একটাই উপনির্বাচনের জয়ের ধারা বজায় রেখে রাজ্যে দ্বিতীয়বারের মতো বিজেপিকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করা। এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই প্রতিদিন সাত সকালে ভোটারদের দরজায় গিয়ে করজোড়ে পদ্ম চিহ্নে ভোট চাইছেন তিনি।