জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপ্রা মথা ৪৭ আমবাসা ব্লক কমিটির উদ্যোগে শনিবার আমবাসায় অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ রেলি। কমলপুর বামনছড়া এলাকায় ত্রিপ্রা মথা দলের নেতা প্রনজিৎ নমশূদ্র খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ রেলি। দলীয় নেতৃত্ব প্রেম লাল মলসম জানান, এই খুনের সাথে জড়িত সকল অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। অন্যথায় তারা আগামী দিনগুলিতে বিশাল আকারে প্রতিবাদ গড়ে তুলবে। তার অভিযোগ শাসক দল তাদের ক্ষমতা দখল করার লক্ষ্যে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ নিয়ে বসে থাকবেন না এর মুখ্য জবাব দিতে তারাও প্রস্তুত। এক প্রকার হুঁশিয়ারির সুরে প্রেমলাল মলসম জানায়, এ ধরনের কাজের সাথে যারা জড়িত থাকবে তারা তাদেরকে খুঁজে বের করে কঠোর শাস্তি প্রদান করবে।