জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২১ জানুয়ারি পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল ত্রিপুরা | সরকারিভাবে প্রতিবছর এই দিনটিকে যথাযথ মর্যাদার সহিত পালন করা হয়। এ বছর মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজধানীর রবীন্দ্রভবনে। অনুষ্ঠানে নির্বাচনী আচরণ বিধি লাভ হওয়ার কারণে মন্ত্রিসভার কোন সদস্যকে দেখা যায়নি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মুখ্য সচিব জে কে সিনহা। শ্রী সিনহা এ দিন ত্রিপুরা ভারতের অন্তর্ভুক্তি হওয়ার প্রেক্ষাপট তুলে ধরেন।বলেন ত্রিপুরা রাজ্যের ইতিহাস এক গৌরবময় অধ্যায়। মহারানী কাঞ্চন প্রভা দেবী, ত্রিপুরা রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করান। মূলত তার উদ্যোগেই পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে ত্রিপুরা।