জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য বিধানসভার ৮ নং টাউন বড়দোয়ালি কেন্দ্রটি একটি হেভিওয়েট কেন্দ্র হিসেবে পরিচিত। কারণ এই কেন্দ্রের নির্বাচিত প্রতিনিধি রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী। তাই আসন্ন গুরুত্বপূর্ণ নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী তালিকা ঘোষণা না করা হলেও, পুনরায় এই কেন্দ্রে বিজেপি দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন বর্তমান বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দলের হাই কমান্ডের ইঙ্গিত পেয়ে ইতিমধ্যে ভোট প্রচারে নেমে পড়েছেন তিনি। দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রায় প্রতিদিনই সাত সকালে ভোটারদের দরজায় পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। ভোট প্রচারে বের হয়ে সাধারণ নাগরিকদের বিভিন্ন সমস্যা সম্পর্কে যেমন অবগত হচ্ছেন তিনি, ঠিক তেমনি বর্তমান সরকারের সময়কালে উন্নয়নমূলক কর্মসূচি গুলি তথ্য সমৃদ্ধ রিপোর্ট কার্ড ভোটারদের হাতে তুলে দিয়ে পুনরায় রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা করার জন্য আহ্বান জানাচ্ছেন। শুক্রবার প্রচারের ফাঁকেই মুখ্যমন্ত্রী জানান মানুষের মুখে যে হাসি তাতেই বুঝা যাচ্ছে, আগামী নির্বাচনে কি হতে চলেছে। রাজ্যের আইন-শৃঙ্খলা থেকে শুরু করে সরকারি উন্নয়নমূলক কাজকর্মের সবাই খুশি।