জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই প্রচারের জোর দিলেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। খোঁজখবর নিচ্ছেন মানুষের সুবিধা ও অসুবিধা। বলছেন উন্নয়নের নিরিখি মানুষ এবার ভোট দেবে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পুনরায় বিজেপি সরকারকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে হবে। বৃহস্পতিবার বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রেরবাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মন্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ। মুখ্যমন্ত্রীকে নিজ বাড়িতে পেয়ে অনেকেই এদিন সন্তোষ ব্যক্ত করেন।