Site icon janatar kalam

৪৫ তম ককবরক সাল উদযাপিত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহা সারম্বরে পালন করা হল ৪৫ তম ককবরক সাল।সকালে রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকেই বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ফের রবীন্দ্র ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়। ছয়টি কলেজ সহ ককবরক ভাষাভাষী বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেছে। রাজ্যের ককবরক ভাষা ও অন্যান্য ভাষা উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন দপ্তর অধিকর্তা দশরথ দেববর্মা।

Exit mobile version