জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা পৌরনিগমের প্রতিটি ওয়ার্ডে গড়ে উঠছে উন্মুক্ত জিম। ইতিমধ্যেই বেশ কয়েকটি ওয়ার্ডে চালু হয়েছে এই জিম। এবার খানিকটা দেরিতে হলেও নিজের নির্বাচিত কেন্দ্র এলাকায় জিম তৈরির উদ্যোগ নেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। পৌর নিগমের উদ্যোগে প্রায় ২০ লক্ষ টাকা ব্যয় করে রামনগর এক নং রোডের প্রথম ক্রসিং এলাকায় তৈরি করা হবে উন্মুক্ত জিম। মঙ্গলবার বিশেষ পূজারচনা ও শিলান্যাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো উন্মুক্ত জিম তৈরির কাজ। এদিন সকালে এর শিলান্যাস করলেন মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত স্থানীয় কর্পোরেটর সহ আরো বিশিষ্ট জনেরা।