জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তপশিলি জাতি গোষ্ঠীর উন্নয়নে সাংসদ উন্নয়ন তহবিলের ৩০ লক্ষ টাকা ব্যয়ে প্রতাপগড়ে শিলান্যাস করা হল কমিউনিটি হলের। যাত্রা শুরু হল মহিলাদের সেলাই প্রশিক্ষণ শিবিরের। তপশিলি জাতি জনগোষ্ঠীর মানুষের জীবনযাত্রা দেখতে একবার প্রতাপগড়ের ঋষি কলোনিতে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব।এলাকাবাসীর দাবি ছিল ঋষি কলোনিতে একটি কমিউনিটি হল নির্মাণ করে দেওয়ার। তখন সঙ্গে সঙ্গেই বিপ্লব কুমার দেব প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন সময় সুযোগ আসলে সেটা করে দেওয়া হবে। যেমনি কথা তেমনি কাজ ঋষি কলোনির মানুষের স্বার্থে সাংসদ উন্নয়ন তহবিল থেকে আগরতলা পুর নিগমের হাতে তুলে দিয়েছেন ৩০ লক্ষ টাকা। এই টাকা ব্যয় নির্মাণ হবে কমিউনিটি হল। সোমবার তারিখ ভিত্তি প্রস্তর স্থাপন করেন পুরো নিগমের মেয়র দীপক মজুমদার, ছিলেন এলাকার বিধায়ক রেবতী মোহন দাস , এবং পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন নিগমের 43 নং ওয়ার্ডের তপশিলি জাতীয় অংশের মানুষের উন্নয়নে বদ্ধপরিকর বর্তমান সরকার। মেয়র বলেন, রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব তার সংশোধন তহবিল থেকে প্রাথমিকভাবে ৩০ লক্ষ টাকা দিয়েছেন। ধারণা করা যাচ্ছে এই টাকায় কমিউনিটি হল নির্মাণ হয়ে যাবে, যদি কিছু টাকার প্রয়োজনও হয় সেটা নিগম থেকে মিটিয়ে দেওয়া হবে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এলাকার বিধায়ক তথা প্রাক্তন অধ্যক্ষ রেবতী মোহনদাস বলেন , কংগ্রেস কিংবা কমিউনিস্ট কোনও সরকার তপশিলি জাতি গোষ্ঠীর উন্নয়নে কাজ করেনি, উপরন্তু কমিউনিস্টরা ক্ষমতা ধরে রাখার জন্য তপশিলি জাতি গোষ্ঠীর লোকদের লাঠিয়াল হিসেবে ব্যবহার করত। ঋষি কলোনিতে উন্নয়ন কাজের জোয়ার দেখে এলাকার মানুষ এদিন আগরতলা পুর নিগম তথা রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছে। অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।