জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১০৩২৩ শিক্ষক-শিক্ষিকাদের চাকরির জন্য চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। নিজ বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি প্রচারে গিয়ে চাকরীচ্যুত এক শিক্ষিকার কাতর আবেদনের মুখে পড়েন ডা: মানিক সাহা।মুখ্যমন্ত্রী বলেন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, ১০৩২৩ শিক্ষক-শিক্ষিকাদের একটা গতি করবোই। যে ১০৩২৩ জন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা মহাকরণ অভিযান , মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধরনা ইত্যাদি কর্মসূচি গ্রহণ করেও দেখা পায়নি মুখ্যমন্ত্রীর শেষ পর্যন্ত দৈবক্রমে মুখ্যমন্ত্রী নিজেই গিয়ে হাজির হোন ১০৩২৩ চাকুরী হারানো এক শিক্ষিকার বাড়িতে। এদিন মুখ্যমন্ত্রী গিয়েছিল ওই শিক্ষিকার বাড়িতে নিজের জন্য ভোট পার্থনা করতে। সুযোগে ওই শিক্ষিকা নিজেই মুখ্যমন্ত্রীর কাছে চেয়ে বসেছেন নিজের হারানো চাকরি। দুই হাতজোড় করে মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন জানান। যে করেই হোক যেন তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী এদিন আর না করতে পারেনি। ওকে হাসিমুখে সাদরে চাকরি হারানোর শিক্ষিকার আবেদন শুনে মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন , আপ্রাণ চেষ্টা করবে চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য। এদিন নিজের ঘরের দরজায় মুখ্যমন্ত্রীকে পেয়ে মনের কথা খুলে বলতে পেরে একপ্রকার আবেগে আপ্লুত হয়ে পড়েন ওই শিক্ষিকা। বলেন আপনাকে আমরা বিশ্বাস করি ভরসা করি আমাদের চাকরি ফিরিয়ে দিন স্যার। মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা এদিন নিজ বিধানসভা কেন্দ্রের অলিগলি চষে বেরিয়েছেন।প্রতিটি বাড়িতে গিয়েই দারুণ সাড়া পেয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, আমাদের কাজে প্রত্যেকই খুশি। দুহাত ভরে প্রত্যেকে আশীর্বাদ করছেন। বিজেপি দলের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে। মুখ্যমন্ত্রী এদিন জোর গলায় ঘোষণা দিয়ে বলেন, আশা করতে পারি এবারের নির্বাচনে ৫০ টির উপর আসন নিয়ে ক্ষমতায় ফিরবে বিজেপি সরকার। তাতে নেই কোন সন্দেহ, নেই কোন দ্বিমত। এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ত্রিপুরায় বিজেপি সরকার গঠনের মুলে মুখ্যমন্ত্রী ড :হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ অবদান আছে বলে উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও চাইছে উত্তর-পূর্বাঞ্চলের ব্যাপক উন্নয়ন। কেননা উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন হলেই উন্নয়ন হবে গোটা ভারতবর্ষের। মুখ্যমন্ত্রীর এদিনের ডোর টু ডোর প্রোগ্রামে উপস্থিত ছিলেন , মন্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।