জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দিন রাত এক করে কাজ করে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রশাসনিক কাজকর্মের পাশাপাশি সাংগঠনিক কাজে প্রতিদিন রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তিনি। বিরোধীদের জব্দ করে ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠান লক্ষেই মুখ্যমন্ত্রীর বিরামহীন এই সংগ্রাম। নির্বাচন কমিশন এখনো ভোটের নির্ঘণ্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও সম্ভাব্য সময়সূচিকে ধরে নিয়ে গোটা রাজ্য চাষে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। একই সাথে চলছে নিজের বিধানসভা কেন্দ্র এলাকায় বাড়ি বাড়ি ভোট
প্রচারও। ইতিমধ্যেই ভোটকে সামনে রেখে ভোটারদের দরজায় গিয়ে করজোড়ে ভোট চাওয়ার কর্মসূচি শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যা অন্য কোন বিধানসভা কেন্দ্রগুলিতে এখনো প্রত্যক্ষ করা যায়নি। তবে অন্যান্য কেন্দ্রগুলিতে দলীয় প্রার্থী নিশ্চিত না হলেও, মুখ্যমন্ত্রী যে ফের ৮ নং টাউন বড়দোয়ালি কেন্দ্র থেকে দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তা অনেকটা যেন নিশ্চিত মুখ্যমন্ত্রীর ভোট প্রচারের মধ্য দিয়ে। মঙ্গলবার ভোট প্রচারের দ্বিতীয় দিন দলের স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের নিয়ে আরো এক প্রস্থ ভোট প্রচার সেরে নিলেন তিনি। ভোটারদের বাড়িতে গিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মসূচি গুলির তথ্য সমৃদ্ধ লিফলেট তুলে দিয়ে, ভোটারদের কাছে সরকার পুনঃপ্রতিষ্ঠা করার বিনম্র আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী।