আগরতলা রবীন্দ্র ভবনের ২ নম্বর হলে ত্রিপুরা সরকারী কর্মচারী ফেডারেশন অনূমোদিত স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সমিতির রাজ্য সন্মেলন অনুষ্ঠিত হল রবিবার।সন্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতা সমর রায়, সংগঠনের প্রতিষ্ঠাতা মধূসুধন ভট্টাচার্য সহ প্রথম সারির নেতৃত্বরা। কর্মচারীদের এই সন্মেলনের সার্বিক সাফল্য কামনা করে বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী ড; মানিক সাহা। তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন, কর্মচারীদের এই সন্মেলনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। রাজ্য সরকারের সমস্ত জনকল্যাণমূলক কাজের পরিকল্পনা জনগনের মধ্যে নিয়ে যেতে সরকারী কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্ব পূর্ণ। তারা সরকার ও জনগনের মধ্যে সেতু বন্ধনের কাজ করে থাকে।আগামী দিনেও তারা সেই মহান কাজে সমানভাবে ভুমিকা পালন করবেন বলে প্রত্যাশা ব্যাক্ত করেছেন তিনি। এদিনের কর্মচারী সন্মেলনের মঞ্চে দেখা গেল আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারকেও। সন্মেলনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিনি।