রাজ্যের জাতি উপজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব অংশের মানুষ প্রতিনিয়ত বিশেষ প্রার্থনা সভায় মিলিত হয় আনন্দনগর সুলতান শাহ দরগায়। তাই এই সুলতান শাহ দরগাকে ঘিরে প্রতিবছরই সেখানে আয়োজন করা হয় সংহতি মেলার। এবারও যেন তার ব্যতিক্রম নয়। প্রশাসনিক উদ্যোগে আয়োজিত এই মেলা দীর্ঘদিন ধরেই চলছিল তিনদিনের। এবার থেকে সেই মেলার সময়সীমা বৃদ্ধি করা হল। রাজ্য সরকারের তথ্যসংস্কৃতি দপ্তর ও ডুকলি পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এবারের এই সুলতান শাহ দরগা সংহতি মেলা চলবে টানা পাঁচ দিন। আগামীকাল সোমবার পাঁচ দিন ব্যাপী এই সংহতি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী রামপ্রসাদ পাল। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস সহ আরো বিশিষ্ট জনেরা। রবিবার মেলা প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ঢুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অজয় কুমার দাস।