Site icon janatar kalam

আনুষ্ঠানিক ভাবে পালিত হলো ৪তম হর্নবিল উৎসভ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তেলিয়ামুড়া প্রতিনিধি :- আনুষ্ঠানিক ভাবে আজ শনিবার দুপুর ১২ টা নাগাদ হাতাই-কতর পাহাড়ের বড়মুড়া ইকো পার্কে অনুষ্ঠিত হলো চতুর্থ তম হর্নবিল ফেস্টিভাল । আর এই উৎসবকে কেন্দ্র করে বাহারী রঙে সেজে উঠেছে গোটা বড়মুড়া ইকো পার্ক চত্বর । আজকের এই জাঁকজমকপূর্ণ হর্নবিল ফেস্টিবালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মুখ্য-সচেতক কল্যাণী রায় ত্রিপুরা সরকারের বন দপ্তরের অধ্যক্ষ কে কে শেঠি খোয়াই জেলার জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা জেলা বন-আধিকারিক তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা সহ আরও অন্যান্যরা । প্রথমেই মঞ্চে উপবিষ্ট সকলকে পুষ্পস্তবক ও রিশা পড়িয়ে বরণ করে নেওয়া হয় । পরবর্তীতে প্রদীপ প্রজ্জলন করে এই চতুর্থতম হর্নবিল ফেস্টিবলের শুভ সূচনা করেন ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী রায় । এই দিকে আজ শনিবার শীতের মরশুমে এই হর্নবিল ফেস্টিভালকে কেন্দ্র করে গোটা বড়মুড়া পাহাড় এলাকা থেকে শুরু করে ইকো পার্ক চত্বর চারিদিকে জন-সমাগমের উপস্থিতি ছিল কানায় কানায় পরিপূর্ণ । শুধু তাই নয়, অনুষ্ঠানটিকে মুখরিত করে তুলতে ছোট ছোট কচি কাঁচাদের দিয়ে প্রদর্শন করা হয় বাম্বু ও হজাগিরী সহ বেশ কয়েকটি ঐতিহ্যবাহী নৃত্য কুশলী । তৎসঙ্গে বড়মুড়া ইকো পার্কের সামনে ফিতা কেটে সেল্ফি পয়েন্টেরও শুভ দ্বারোদঘাটন করেন মুখ্য-সচেতক কল্যাণী রায় । পরবর্তীতে এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখতে গিয়ে ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন — ত্রিপুরা রাজ্যে হর্নবিল ফেস্টিভ্যাল শুরু হয়েছিল বিগত ২০২০ সাল থেকে বিজেপি সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে । এই বছর চতুর্থতম পালিত হচ্ছে । এই হর্নবিল ফেস্টিভ্যাল পালন করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে বিগত দিনে ও বর্তমানে সময়ের কালে অচিরেই বিলুপ্ত হয়ে যাওয়া ধনেশ পাখিকে সংরক্ষণ করা । পরবর্তীতে কল্যাণী রায় ভাষণে বিজেপি সরকারের উন্নয়ন মুখী কার্যকলাপ তুলে ধরেন । তিনি বলেন বিগত ২০১৮ সালের পরিবর্তনের পর থেকেই এই বিকাশ মুখী সরকার জন সাধারণের কল্যাণে কাজ করে চলছে । আজকের দিনে দাঁড়িয়ে এই সরকার গোটা ত্রিপুরাকে একটি রৌপান্তিক পর্যটন কেন্দ্রের আসনে নিয়ে গেছে । যার দরুন মানুষ আজ প্রতিদিন একটু আনন্দ উপভোগ করতে চলে আসছে আমাদের তেলিয়ামুড়া বড়মুড়া ইকো পার্ক থেকে শুরু করে বড়মুড়ার ঝর্ণা ও নোনাছড়ার মনথাং ভ্যালিতে । এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই নিয়োগ নীতিতে স্বচ্ছতা নিয়ে এসেছে । যা বিগত বাম সরকারের আমলে দুর্নীতির চাদরে মোড়া ছিল । আজ স্বচ্ছতার দরুন গোটা রাজ্যের মধ্যেই রাজনৈতিক রঙের ঊর্ধ্বে গিয়ে প্রতিটি ঘরে শিক্ষিত বেকার ছেলে মেয়েদের হাতে লিখিত পরীক্ষায় পাশ করলেই চাকুরীর হলুদ খাম পৌঁছে যাচ্ছে । এই রাজ্য সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই এই চার বছরে কর্মচারীদের জন্য মোট ২০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান করেছে – যা তৎকালীন বাম আমলেও নজির বিহীন ঘটনার সাক্ষী রেখেছে সাধারণ মানুষের সামনে । মূলতঃ সার্বিক গোটা বিষয় নিয়ে তৎকালীন কমিউনিস্ট শাসনকেও এক প্রকার তুলোধুলো করলেন ত্রিপুরা সরকারের মুখ্যসচেতক কল্যাণী রায় । তবে সব মিলিয়ে শীতের মরশুমে আজকের দিনে অনুষ্ঠিত এই চতুর্থ তম হর্নবিল ফেস্টিভাল ছিল অনেকটাই জম জমাট পূর্ণ ।

Exit mobile version