জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি সময়ে হতে পারে রাজ্যের ত্রয়োদশ বিধানসভা নির্বাচন। আর এই গুরুত্বপূর্ণ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজ্যের সব কটি রাজনৈতিক দল ময়দানে নেমে পড়েছে। এক্ষেত্রে এবারো যেন অনেকটা এগিয়ে শাসকদল বিজেপি। দ্বিতীয়বারের মতো রাজ্যে বিজেপি সরকার পুনঃ প্রতিষ্ঠার লক্ষ্যে ইতিমধ্যেই নানা কর্মসূচি সংঘটিত করে চলেছে শাসক দল। আর এই প্রচারে আরো বেশি করে গতি আনতে এবার বহির রাজ্য থেকে রাজ্যে আনা হলো প্রচার গাড়ি। বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মসূচি গুলির তথ্য ভিডিওর মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতেই কাজ করবে এই প্রচার গাড়ি। রাজ্যের সব কটি বিধানসভা কেন্দ্রে এরকম একটি করে প্রচার গাড়ি থাকবে। যে গাড়িগুলি বিধানসভা কেন্দ্রের প্রতিটি অলিগলিপথ ঘুরে সরকারের উন্নয়ন মূলক কর্মসূচি গুলি তুলে ধরবে। শনিবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র এলাকা বড়দোয়ালিতে এমনও একটি প্রচার গাড়ির যাত্রাপথের সূচনা করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। শংকর চৌমনী এলাকায় এদিনের এই প্রচার গাড়ির সূচনা অনুষ্ঠানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি বড়দোয়ালী মন্ডলের সভাপতি সঞ্জয় সাহা সহ আরো অনেকে।