জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বঞ্চনা পিছু ছাড়ছে না এস টি জিটি পরীক্ষার্থীদের। এই দুয়ার থেকে ওই দুয়ার। দুয়ারে দুয়ারে ঘুরেও কাজের কাজ হচ্ছে না কিছুই। ঘাড় ধাক্কা গলাধাক্কা এমনকি পুলিশের লাঠিপেটা খেয়েও পিছু হটছে না এসিজিটি পরীক্ষার্থীরা। ফল প্রকাশ ও একসঙ্গে নিয়োগের দাবিতে শিক্ষা মন্ত্রীর গাড়ি আটকে দিল এস টি জি টি কোয়ালিফাইড বেকাররা। শনিবার সকালে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বেকাররা একত্রিত হয়েছিল , সেই সময় শিক্ষামন্ত্রী কোনও এক অনুষ্ঠানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে উনার গাড়ি আটকে দেয় বেকাররা। ঘটনায় শিক্ষা মন্ত্রী উত্তেজিত হয়ে গাড়ি থেকে নেমে আসেন এবং বেকারদের বলেন যে তোমাদের নিয়োগ কিভাবে হবে ? এখনও তোমাদের পরীক্ষার ফলই বের হয়নি । পাশাপাশি শনিবার বিকেল তিনটায় মহাকরনে মন্ত্রীর সঙ্গে দেখা করতে বলেন বেকারদের।প্রসঙ্গত হাইকোর্টের একটি মামলায় রায় দানে কোর্ট বলেছে ইচ্ছে করলে রাজ্য সরকার একসঙ্গে সবাইকে নিয়োগ করতে পারে। বেকারদের দাবি অবিলম্বে যেতে শিক্ষা মন্ত্রী তার কোনও একটা সুরাহা করে। নির্বাচনের আগে বেকাররা চাইছে নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য। নতুবা নতুন করে আন্দোলন কর্মসূচি রূপরেখা তৈরি করতে বাধ্য হবেন তারা। প্রসঙ্গত একবার জে আর বি টি আরেকবার এসিজিটি পরীক্ষার ফলাফল নিয়ে তামাশা শুরু করে দিয়েছে রাজ্য সরকার। আর সরকারের এই তামাশার ফলে আখেরে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষিত বেকার যুবক যুবতীদের।