Site icon janatar kalam

সমগ্র শিক্ষা শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত রাজ্য সরকারের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুক্রবার শিক্ষা দপ্তরের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। এদিন মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলন মন্ত্রী জানান, ২০০৯/১০ সালে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ও রামসা করে একটা প্রকল্প চালু ছিল। এরপর ২০১৮/১৯সালে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ও রামসা এই দুটি কেই সমগ্র শিক্ষা অভিযান নামে চিহ্নিত করা হয় l এই প্রকল্পে বর্তমানে ২২৮ জন কন্ট্রোকচুয়াল শিক্ষক শিক্ষিকা রয়েছে। তারা এখন ২৬৭৩০ টাকা করে বেতন পাচ্ছে। তাই আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি তাদের বেতন বৃদ্ধি করার। সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এখন থেকে ৩০,০৪০টাকা করে বেতন পাবে।অর্থাৎ তাদের বেতন ৪০১০ টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রী জানান l বর্ধিত এই বেতন ২০২২ সালের এপ্রিল মাস থেকে কার্যকর হবে বলে তিনি আরো জানান।

Exit mobile version