জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বেতন-ভাতার উৎস সম্পর্কিত ভুল তথ্য প্রদানের কারণে দিয়ে বঞ্চনার শিকার জুটমিল কর্মচারীরা।হস্তক্ষেপ দাবি করেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর। শুক্রবার সকালে প্রায় দেড়শতের উপরে কর্মচারীমুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে হাজির হয়। তাদের বক্তব্য জুট মিলের সিএমডি সন্তোষ দাস শিল্প বাণিজ্য দপ্তরকে ভুল তথ্য সরবরাহ করেছে , যার খেসারত দিতে হচ্ছে জুটমিল কর্মচারীদের। তাদের দাবি ত্রিপুরা রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায় যাতে করে জুটমিল কর্মচারীদের বেতন ভাতা সর্বোপরি বর্ধিত দিয়ে প্রদান করা হয়। নতুবা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে জুটমিল কর্মচারীরা।