Site icon janatar kalam

গোমতী জেলার মহিলা মোর্চার উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন উপস্থিত বিজেপির প্রদেশ কমিটির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত

কোনও মুমূর্ষু রোগীকেই যেন রক্তের অভাবে প্রান না দিতে হয় তারজন্য বৃহস্পতিবার উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে বিজেপি গোমতী জেলা মহিলা মোর্চার উদ্যোগে এক রক্তদান শিবিরেরআয়োজন করা হয়। উদয়পুরের রাজর্ষি কলা ক্ষেত্রে সকাল 11 টা থেকে শুরু হয় এই রক্তদান শিবির। মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ কমিটির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ঝর্না দেববর্মা, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিধায়ক রঞ্জিত দাস, বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেব রায়, বিজেপি গোমতী জেলা সম্পাদিকা সবিতা নাগ, রাধাকিশোরপুর মন্ডল সভাপতি প্রবীর দাস, বিজেপি মহিলা মোর্চার গোমতী জেলার সভানেত্রী অনিমা দত্ত দে সহ মহিলা মোর্চার এবং বিজেপির জেলা ও বিভিন্ন মন্ডলের নেতৃবৃন্দ। এদিন মহিলা মোর্চার সদস্যারা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন।

Exit mobile version