জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের মৃত্যু দিবস পালন করল প্রদেশ কংগ্রেস কমিটি। সকালে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অগণিত কংগ্রেস কর্মী সমর্থক।অনুষ্ঠানে কংগ্রেস নেতা সুধীর রঞ্জন মজুমদারের স্মৃতিচারণ করতে গিয়ে কংগ্রেস নেতৃবৃন্দ বলেন , রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার কর্মচারীদের মুক্তিদাতা ছিলেন , বয়স উত্তীর্ণ বেকারদের চাকরির ব্যবস্থা করেছিলেন তৎকালীন সময়ে। যা আজও ভুলতে পারছে না রাজ্যের হাজার হাজার কর্মচারী ও বয়স উত্তীর্ণ বেকার যুবক-যুবতী। আজও অনেক কর্মচারী প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের স্মৃতিচারণা করেন। সকালে কংগ্রেস ভবনের অনুষ্ঠান সমাপ্ত করে কংগ্রেস নেতৃবৃন্দ প্রয়াত ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।