Site icon janatar kalam

হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ করলেন মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জেলা হাসপাতাল গুলিতেও স্টেট হাসপাতালে মত সমস্ত পরিকাঠামো গড়ে তোলা হবে। যাতে করে খুব বেশি গুরুতর না হলে স্টেট হাসপাতালে রেফার এর প্রয়োজন না হয়। উত্তর জেলা সফরে গিয়ে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত সাহের আগমনকে কেন্দ্র করে যে প্রস্তুতি চলছে তা পরিদর্শন করেছে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, আগামী ৫ ই জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত সাহ আসছেন রাজ্যে। উত্তর জেলার ধর্মনগরে বি বি আই ‘র ময়দানে আয়োজিত সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ অংশ নেবেন, ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বিবি আই’র ময়দান পরিদর্শন করে, দায়িত্ব প্রাপ্ত আধিকারিকদের সাথে কথা বলে সংশ্লিষ্ট সকল বিষয়ে খোজ খবর নেন। মাঠ পরিদর্শন শেষে উত্তর জেলা হাসপাতাল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। জেলা হাসপাতাল পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী জানান, সবকটি জেলা হাসপাতালকে আরও উন্নত করা হবে, কারণ রাজ্য স্তরের যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল গুলির উপর প্রচন্ড চাপ বেড়ে গেছে। রোগী বেশি হওয়ার কারনে, পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্থান থেকে এই রেফারেল হাসপাতালে যেতে রোগীদের ও অনক দূর্ভোগে পড়তে হচ্ছে তাই প্রত্যেকটি জেলা হাসপাতালে পরি কাঠামোর সহ সকল দিকে উন্নত করে তোলা হবে। এদিন মুখ্যমন্ত্রী বলেন , 20 -25 দিন আগে একবার এসে জেলা হাসপাতালে হালহকিকত রেখে গিয়েছেন। পরিকাঠামো উন্নয়নে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে বিষয়ে অবগত করে গিয়েছিলেন কর্তৃপক্ষদের। বিষয়গুলি খতিয়ে দেখতে এদিন এর মুখ্যমন্ত্রী উত্তর জেলা হাসপাতাল পরিদর্শনে যান। তবে হাসপাতালে পরিকাঠামো দিকে এদিন সন্তোষ ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। উত্তর জেলায় মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন দলের সাধারণ সম্পাদক টিংকু রায় , উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন প্রমূখ।

Exit mobile version