এই বিপন্ন পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি এবার গরিব ও দুস্থদের সাহাযার্থে এগিয়ে এলো ত্রিপুরা রাজ্য বিদ্যূত নিগম লিমিটেড. এদিন বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের উদ্দেশ্যে উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার হাতে ৩১, ৩৯, ৬২০ ( একত্রিশ লক্ষ উনচল্লিশ হাজার ছয়শত বিশ) টাকার চেক তুলে দেন বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টর ড: এম এস কেলে. করোনা পরিস্থিতি মোকাবিলায় নিগমের এধরণের উদ্যোগকে ধন্যবাদ জানান উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা. পাশাপাশি নিগমের পক্ষ থেকে এধরণের উদ্যোগ ভবিষ্যতেও জারি থাকবে বলে জানানো হয়.