Site icon janatar kalam

বছরের প্রথম দিনে শুরু হলো রামকৃষ্ণ ও সারদা মনির বিশেষ পূজার্চনা ও নাম সংকীর্তন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কল্পতরু উৎসব হল একটি হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান। মূলত রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী বৃন্দ ও রামকৃষ্ণ মিশনের গৃহস্থরা এই উৎসব পালন করেন। ১৮৮৬ সালের পয়লা জানুয়ারি এই উৎসব শুরু হয়েছিল। এই দিন রামকৃষ্ণ পরমহংস তার অনুগামীদের কাছে নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। তাই রামকৃষ্ণ পরমহংসের অনুগামীরা এই উৎসবকে ঠাকুরের বিশেষ উৎসবগুলির অন্যতম উৎসব হিসেবে গণ্য করেন। রামকৃষ্ণ পরমহংসের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন সেই দিন রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন। তিনি এই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন যা পরে কল্পতরু উৎসব নামে পরিণত হয়। বছরের প্রথম দিনের শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদ নিয়ে তার ভক্তরা বছরের সূচনা করতে চান। তাই এই দিন রামকৃষ্ণ মঠ ও মিশন গুলিতে আয়োজন করা হয় নানা ধর্মীয় অনুষ্ঠানের। রাজ্যেও বিভিন্ন প্রান্তে এদিন অনুষ্ঠিত হয় এই কল্পতরু উৎসব। রাজধানী আগরতলার শহর দক্ষিণাঞ্চলের উদ্যোগে রবিবার বটতলা বাঁশবাজার সংলগ্ন এলাকায় আয়োজন করা হয় এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের। সেখানে সকাল থেকেই রামকৃষ্ণ ও সারদা মনির বিশেষ পূজার্চনা ও নাম সংকীর্তন চলে। যে অনুষ্ঠানকে ঘিরে রামকৃষ্ণের অনুগামীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

Exit mobile version