জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিকতায় সূচনা হওয়া আগরতলা দেওঘর এক্সপ্রেস ট্রেনে যাত্রী সুবিধার্থে পেন্ট্রি কার, নিরামিষ আহারের সুবিধা সহ কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে বেশ কয়েকটি দাবি উত্থাপন করেছে সংসদ বিপ্লব কুমার দেব l কেন্দ্রীয় রেলমন্ত্রী অগ্রাধিকারের ভিত্তিতে ইনডেকশন সুবিধা সহ অন্যান্য বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। তার জন্য ত্রিপুরা রাজ্যিক সৎসঙ্গের পক্ষে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় রেল মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রসঙ্গত মোদীর সদিচ্ছায় সূচনা হওয়া এই ট্রেনের ফলে পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্তদের দেওঘরে ঠাকুরের পুন্য ভূমি দর্শনের ক্ষেত্রে সুবিধা হয়েছে।