জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- “জনগনকে বিভ্রান্ত করে যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের দিবাস্বপ্ন দেখছেন, ২০২৩ শে তাদের স্বপ্নভঙ্গ হবে” বললেন মুখ্যমন্ত্রী ডা : মানিক সাহা। শনিবার ২০২২ সালের শেষ দিনে জাতি-জনজাতিদের ব্যাপক উপস্থিতির মাঝে বিজেপি জোলাইবাড়ি মন্ডল আয়োজিত সুবিশাল জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন , ত্রিপুরার জনগনের একমাত্র ভরসার পার্টি ভারতীয় জনতা পার্টি, এই পার্টি সব স্তরের জনগনের পার্টি। ২০২৩ বিধানসভা নির্বাচনভারতীয় জনতা পার্টি আরো বেশি আসন নিয়ে ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে। তাতে কোন সন্দেহ নেই।