জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এডিসি এলাকায় সরাসরি অর্থায়ন, অধিক ক্ষমতায়ন, এডিসি এলাকায় নিজস্ব পুলিশ ফোর্স তৈরি করা, ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে গত ২১ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর সাথে কথা বলেছে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার ত্রিপুরা স্টেট কমিটির নেতৃবৃন্দ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই দাবিগুলোর প্রতি সহমত পোষণ করে খুব শীঘ্রই পূরণ করবেন বলে আশ্বস্ত করেছেন প্রতিনিধিদলকে। শনিবার আগরতলা প্রেসক্লাবে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার পক্ষে এক সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেছেন রিপাবলিকান পার্টির কেন্দ্রীয় নেতৃত্বরা।