জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মোটামুটি ভালো আছেন এনসি দেববর্মা। বয়সের ভারে ন্যুব্জ এনসি দেববর্মা শুক্রবার ব্রেন স্ট্রোক করে জিবি হাসপাতালে ভর্তি হয়েছিল। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তার একটি হাইরিকস অপারেশনও করা হয়েছে। বর্তমানে চিকিৎসায় সাড়া দিচ্ছেন বরিষ্ঠ ওই মন্ত্রী। শনিবার জিবি হাসপাতালের আইসিইউতে এনসি দেববর্মাকে কি দেখতে যান উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন। শ্রী দেব বর্মন তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে কথা বলেছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গেও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপমুখ্যমন্ত্রী বলেন, এনসি দেববর্মা শুধু বরিষ্ঠ রাজনৈতিক নেতৃত্বই নয় , তিনি একাধারে বিশিষ্ট লেখক , সমাজসেবী এবং সামাজিক নেতাও। তার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন উপমুখ্যমন্ত্রী।