জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাংসদ বিপ্লব দেবের নেতৃত্বে বৃহস্পতিবার রাজভবন অভিযানে গেল বিজেপির জনজাতি মোর্চা। মুল দাবি এ ডি সি তে ব্যাপক আর্থিক ঘোটালার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। অনেকদিন ধরেই বি জে পি এবং দলের জনজাতি মোর্চা এ ডি সি তে ব্যাপক আর্থিক ঘোটালা নিয়ে সরব রয়েছে। সবগুলি জোনাল এবং সা-ব জোনালেও এই ঘটনার প্রতিবাদে এবং তদন্তের দাবিতে ডেপুটেশন দেওয়া হয়েছিল জনজাতি মোর্চার পক্ষ থেকে। বৃহস্পতিবার সাংসদ বিপ্লব দেব-এর নেতৃত্বে রবীন্দ্র ভবনের সামনে থেকে এ ডি সি-তে ব্যাপক আর্থিক ঘোটালার তদন্তের দাবিতে মিছিলের মাধ্যমে রাজভবন অভিযান করা হয়। এই অভিযানের বিষয়ে বিপ্লব দেব জানান রাজ্য সরকার থেকে এডিসিকে দেওয়া ফান্ডের সঠিক ব্যয় করা হয়নি , অনেক এডিশনাল ফাণ্ডও দেওয়া হয়েছে। এসব টাকার সঠিক কোনো হিসাব পাওয়া যায়নি। সেজন্য কমিশন বসিয়ে তদন্ত করার দাবি নিয়ে রাজ্যপালের কাছে যাচ্ছি। রাজভবন অভিযানে সাংসদ বিপ্লব দেব ছাড়াও ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা , প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য , মন্ত্রী সান্তনা চাকমা এবং প্রচুর সংখ্যায় জাতী এবং জনজাতি অংশের লোকজন। যারা এই ঘোটালায় যুক্ত রয়েছে তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত। অন্যথায় কদিন পরেই এরা বলবে জনজাতিদের কোন উন্নয়ন হয়নি,কেন্দ্র রাজ্য সরকার টাকা দেয়নি।