জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১০মজলিশপুর বিধানসভা কেন্দ্রের পশ্চিম বড়জলা পঞ্চায়েতের সামনে ভারতীয় জনতা পার্টির মজলিশপুর মন্ডল আয়োজিত জনজাতি সম্মেলনে বক্তব্য রাখেন রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন জনজাতি সম্মেলনের আগে জিরানিয়া ব্লক চৌমুহনী থেকে একটি সুবিশাল ৱ্যালী করে জিরানিয়া কলেজ চৌমুহনী হয়ে পশ্চিম বড়জলা পঞ্চায়েতের সামনে জনজাতি সম্মেলনস্থলে এসে পৌঁছায়।