জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- খুশির জোয়ার বইছে কর্মচারী সমাজে। সর্বোচ্চ ডিএ ঘোষণা করে ঐতিহাসিক রেকর্ড করেছে রাজ্য সরকার। খুশিতে রাজপথে ধন্যবাদ রেলি নিয়ে নেমে পড়েছে শিক্ষক কর্মচারীরা।রাজধানীতে টেট টিচার এসোসিয়েশনএকটি ধন্যবাদ দিলে বের করে বিভিন্ন পথ পরিক্রমা করে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এবং উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন ও মন্ত্রিসভার সমস্ত সদস্য সদস্যাদের ধন্যবাদ জানিয়েছে শিক্ষক-শিক্ষিকারা।