বৃহস্পতিবার সকালে এক যুবকের যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল রাজধানীতে। সারারাত নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সাত সকালে রামনগর ৪ নম্বর মসজিদ সংলগ্ন রাস্তার পাশ থেকে উদ্ধার হল ওই যুবকের মৃতদেহ। মৃতের নাম দীপঙ্কর পাল(২০)। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে গতকাল সন্ধ্যায় এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রন খেতে গিয়েছল সে। কিন্তু নিমন্ত্রন খেয়ে আর বাড়ি ফিরে আসেনি দীপঙ্কর পাল নামে ওই যুবক। রাত বাড়লেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে পশ্চিম থানায় একটি মিসিং ডাইরি করা হয়। এরপরেই আজ সকালে রামনগর ৪ নম্বর মসজিদ সংলগ্ন রাস্তার পাশে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। তারাই খবর দেয় পুলিশে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে সদর এসডিপিও সহ পশ্চিম থানার পুলিশ। তারা এসে মৃতদেহ শনাক্ত করে। এরপরেই খবর দেওয়া হয় পরিবারের লোকেদের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই যুবককে খুন করা হয়েছে। মাথার পাশে একটি গভির ক্ষত দেখা গেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।