জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কমিউনিস্ট হচ্ছে স্ট্যালিনের উত্তরসূরী। খুন সন্ত্রাস হচ্ছে তাদের প্রিয় জিনিস। হিটলার যে পরিমাণ খুন করেছিল তার ডবল পরিমাণ মানুষ খুন করেছিল স্ট্যালিন। খুন সন্ত্রাস ও রক্তারক্তির রাজনীতি ভালোবাসে সিপিআইএম। এই দলটাকে মানুষ আর বিশ্বাস করবে না। বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা সাধারণ মানুষদের: মানিক সাহা। ৪৪ রাইমাভ্যালি মন্ডলের উদ্যোগে সোমবার গন্ডাছড়া মহকুমার ৩৩ কেভি এলাকায় প্রয়াত বিজেপির একনিষ্ঠ কার্যকর্তা শহীদ চান মোহন ত্রিপুরার শহীদান দিবস উদযাপন করা হয়। এখানে শহীদ চান মোহন ত্রিপুরার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা : মানিক সাহা।বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন গত ৩৫ বৎসর সিপিআইএম খুন সন্ত্রাসের রাজনীতি করে গিয়েছে। মানুষকে হত্যা করা ছিল তাদের মূল পেশা। শহীদ চান মোহন ত্রিপুরাকে সিপিআইএম দলের ঘাতক বাহিনী নির্মমভাবে হত্যা করেছিল। সিপিআইএম ভেবেছিল চাঁন মোহন ত্রিপুরাকে খুন করতে পারলে ত্রিপুরাতে আর কখনোই বিজেপি আসবে না। কোন মানুষ ভয়ে বিজেপি করার সাহস পাবে না। কিন্তু রাজ্যের মানুষ সিপিআইএমের সেই স্বপ্ন ভঙ্গ করে দিয়েছে।সেদিন গোটা রাজ্যের মানুষ গর্জে উঠেছিল চান মোহন ত্রিপুরার মৃত্যুতে।২০১৮ বিধানসভা নির্বাচনে সিপিআইএমকে চিরতরে বর্জন করল মানুষ | মুখ্যমন্ত্রী এদিন, আরও বলেন চান মোহন ত্রিপুরাতে ভয় পেয়ে গিয়েছিল সিপিআইএম। যার জন্য তাকে লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে সিপিআইএম এর ঘাতক বাহিনী।সিপিআইএম দলকে সন্ত্রাসী দল বলে আখ্যায়িত করে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা রাজ্যের প্রতিটি কোনায় কোনায় অলিগলিতে সিপিআইএম দল গত ৩৫ বৎসর খুন সন্ত্রাস করে সাধারণ মানুষকে দাবিয়ে রেখেছিল। এখন তাদের নাম শুনলে মানুষ ঘৃণা করে। এদিনের শহিদান দিবসে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরিমল দেববর্মা, ৮ নং গঙ্গানগর গন্ডাছড়া এমডিসি ভূমিকানন্দ রিয়াং, পতিরাম ত্রিপুরা সহ অন্যান্যরা।