Site icon janatar kalam

ব্যর্থ প্রশাসনিক বৈঠক বিরোধীদের প্রচারসজ্জা নষ্ট বিশালগড়ে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভেস্তে গেল প্রশাসনের সর্বদলীর বৈঠক। কথা দিয়ে রাখতে পারল না বিজেপি। বিফলে গেল পুলিশের আশ্বাসের বাণীও। ফের স্বমহিমায় সক্রিয় হল দুর্বৃত্তরা। নিশি রাতে নষ্ট করল কংগ্রেস সিপিএমের প্রচারসজ্জা। উপড়ে ফেলে দিল বিরোধী দলগুলোর সাজানো ফ্ল্যাগ। বাঁশের ডগা কেটে ছিড়ে ফেলা হয়েছে ফ্ল্যাগের অর্ধেকাংশ। ঘটনা রবিবার রাতে বাইপাস রোডস্থিত লক ডাউন বাজার এবং রাউতখলা এলাকায়। সংশ্লিষ্ট এলাকায় বিজেপি দলের পতাকা আগেই লাগানো ছিল। রবিবার সকালে বাইপাস রুটের বিভিন্ন জায়গায় পালা করে দলীয় পতাকা লাগায় কংগ্রেস এবং সিপিএমের কর্মীরা। রাতেই সেগুলো তুলে ছিড়ে ফেলে দেয় বলে কংগ্রেসের অভিযোগ।

Exit mobile version