জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনা , নেশা মুক্ত ত্রিপুরা গড়া ও নারী নির্যাতন, ধর্ষণ এবং হত্যালীলা বন্ধ করার দাবিতে বিক্ষোভে শামিল হয়েছে এস এফ আই। সোমবার মেলার মাঠস্থিত ছাত্র যুব ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে। এদিন এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন , বিজেপি আইপিএফটি শাসনে রাজ্যে বিপন্ন হয়ে পড়েছে গণতন্ত্র , হনন করা হয়েছে মহিলাদের অধিকার। বৃদ্ধি পেয়ে চলেছে খুন সন্ত্রাস নারী নির্যাতন মহিলা ধর্ষণ ও হত্যার মতো ঘটনা গুলি।সন্ত্রাস মুক্ত ত্রিপুরা গড়তে বিজেপি সরকারকে উৎখাত করতেই মূলত ছাত্রসংগঠনের এই বিক্ষোভ মিছিল।