Site icon janatar kalam

বিজয় কুমারে হনুমান পূজায় শীতবস্ত্র দেবে অভিষেক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিগত ২৫ বছরের কৃষ্টি-সংস্কৃতিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে প্রদেশ বিজেপি যুব মোর্চা। শনিবার ৭ রামনগর যুবক বৃন্দের উদ্যোগে বিজয় কুমার চৌমুহনীতে আয়োজন করা হয়েছে হনুমান পূজা। বিগত কয়েক বছর ধরেই রামনগর যুবকদের উদ্যোগে বিশেষ করে এলাকার কর্পোরেটর অভিষেক দত্তের নেতৃত্বে হনুমান পূজা অনুষ্ঠিত হয়ে আসছিল। পুজো উপলক্ষে প্রতিবছর এলাকার গরিব মানুষদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়ে থাকে। এবছরও তার ব্যতিক্রম হবে না বলে জানিয়েছেন অভিষেক দত্ত।সাধারন গরিব মানুষদের মধ্যে কম্বল বিতরণের পাশাপাশি দেওয়া হবে মহাপ্রসাদ। অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন কর্পোরেটর।

Exit mobile version