জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২৩শে ডিসেম্বর, সন্ধ্যায় রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজ্যের যুব সমাজকে নেশার ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সচেতন করতে এবং সম্ভাবনাময় যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে দূরে রাখতে এবং সর্বোপরি মাদকবিরোধী লড়াইকে সুদৃঢ় করতে ত্রিপুরা রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের আহ্বানে সাড়া দিয়ে রাজ্যে আসছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী সোনু নিগম। সেদিনের অনুষ্ঠানটিকে সার্বিকভাবে সফল করে তোলার জন্য বুধবার সচিবালয়ে তথ্যমন্ত্রীর অফিস কক্ষে ত্রিপুরা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।