জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রীর পর এবার দুইদিনের রাজ্য সফরে এসেছেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। দুইদিনের সাংগঠনিক সফরে যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি ম্যারাথন সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি দুটি সমাবেশে অংশ নেবেন। এবারের দুটি সমাবেশেই হচ্ছে রাজধানী আগরতলার বাইরে।২১ ডিসেম্বর সমাবেশ হচ্ছে উদয়পুর চন্দ্রপুর স্কুল মাঠে।২২ ডিসেম্বর সফরের শেষ দিনের সবা করবে ফটিকরায় মন্ডলে। উল্লেখিত দুটি স্থানেই প্রচুর জনসমাগম করার প্রস্তুতি নিয়েছে প্রদেশ যুব মোর্চা। বুধবার আগরতলা এমবিবি বিমানবন্দরে তেজস্বী সূর্যকে স্বাগত জানান যুব মোর্চার সভাপতি নবাদল বণিক সহ অন্যান্য নেতৃবৃন্দ
যুব কর্মীরা বিমানবন্দর থেকে সর্বভারতীয় সভাপতিকে সুদৃশ্য বাইক রেলি করে আগরতলায় নিয়ে এসেছে। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সর্বভারতীয় সভাপতি জানান , ত্রিপুরাকে এক নয়া ত্রিপুরার রূপ দেওয়া এই সফরের প্রধান কর্মসূচি। উল্লেখ্য রাষ্ট্রীয় সভাপতি হওয়ার পর প্রথমবারের মতো ত্রিপুরা শহরে এসেছে তেজস্বী সূর্য।
রাজ্যে আসন্ন নির্বাচন। এমন পরিস্থিতিতে তেজস্বী সূর্যের তির্যক রশ্মী বামফ্রন্ট কংগ্রেস মাথার উপর বিশেষ প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে তেজস্বী সূর্য মূলত মন্ডল উপস্তরের যুব কর্মীদের উজ্জীবিত করতেই এই সফর বলে জানা যায়। সফরের প্রথম দিনে যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি রাজ্য প্রভারিদের সাথে বৈঠক করবেন। তাদের সাথে কথা বলেই যুব মোর্চা নির্বাচনকেন্দ্রিক কর্মসূচি স্থির করবে। আগরতলা বিমানবন্দর থেকে এসে রাজ্য অতিথিশালায় প্রদেশ যুব মোর্চার অফিস পদাধিকারীদের নিয়ে বৈঠককরেন সর্বভারতীয় সভাপতি। যুব মোর্চার দুটি জনসভাতে কুড়ি হাজারেরও বেশি যুবা জমায়েত করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।এদিন রাষ্ট্রীয় সভাপতিকে স্বাগত জানাতে বিমানবন্দরে জান যুব মোর্চার রাষ্ট্রীয় কমিটির সদস্য কিশোর দাস।