Site icon janatar kalam

চাকুরীর দাবীতে উপমুখ্যমন্ত্রীর নিকট সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার্স পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার্স পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা প্রতিনিয়তই ছুটছেন মন্ত্রীদের দরজায়। কিন্তু বারবারই তারা হতাশ হয়ে বাড়ি ফিরছেন। এর মধ্যেই গতদিন ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দেওয়া এক রায়ের পরিপ্রেক্ষিতে ফের বেকাররা আশার আলো দেখতে শুরু করেন। উচ্চ আদালতের রায় অনুযায়ী অবিলম্বে এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ বেকারদের সবাইকে একসাথে নিয়োগের দাবিতে মঙ্গলবার সাত সকালে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হয় যুবক-যুবতীরা। কিন্তু শিক্ষা মন্ত্রীর বাসভবন থেকে কোন উত্তর না পেয়ে এদিন চাকুরী প্রত্যাশী বেকার যুবক-যুবতীরা ছুটে যান অর্থমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার বাসভবনে। সেখানে উপমুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি তুলে ধরলে মন্ত্রী শ্রী দেববর্মা তাদের আশ্বাস দেন সহসায় বিষয়টি নিয়ে তিনি মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করবেন।

Exit mobile version