Site icon janatar kalam

নেশা বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৩শে ডিসেম্বর রাজ্যে আসছেন সোনু নিগম, ১৫০০ ক্লাবকে দেওয়া হবে বিভিন্ন ক্রীড়া সামগ্রী: সুশান্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশা বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভারতবর্ষের বিখ্যাত সংগীত শিল্পী সোনু নিগমকে দিয়ে ২৩শে ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে সঙ্গীত সন্ধ্যা আয়োজন করেছে রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। সোমবার সন্ধ্যায় মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে এ সংবাদ জানিয়েছেন ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী। একমাস ব্যাপী রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে খেলো ত্রিপুরা , সুস্থ ত্রিপুরা গড়ার লক্ষ্যে যে কর্মসূচি নেওয়া হয়েছিল সেটা প্রত্যেক ব্লকে ব্লকে পালন করা হয়েছে। এর উদ্দেশ্য হল যুব সমাজকে শারীরিক এবং মানসিক বিকাশ ঘটানো , সেইসঙ্গে খেলাধূলার প্রতি নিজেদেরকে আকৃষ্ট করে নেশার বিরুদ্ধে নিজেকে তৈরি রাখা এবং সমাজকে সুন্দর করা। দপ্তরের পরিকল্পনা অনুযায়ী আগামী ২৩ শে ডিসেম্বর সন্ধ্যায় আস্তাবল ময়দানে এর ফাইনাল কর্মসূচি পালন করা হবে। এখান থেকে সূচনা হবে রাজ্যের দেড় হাজার ক্লাবকে বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান পর্ব। ১৫ দিনের মধ্যে এই প্রধান কর্মসূচি সম্পন্ন করে ফেলা হবে। এর বিশেষত্ব হলো খেলো ত্রিপুরা , সুস্থ ত্রিপুরা গড়ার লক্ষ্যে যুবসমাজকে এদিকে আকৃষ্ট করা। যুব সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেশা বিরোধী অভিযানকে সফল করার জন্য সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে ২৩ শে ডিসেম্বর সন্ধ্যায় আস্তাবল ময়দানে আয়োজন করা হয়েছে মিউজিক্যাল কন্সার্ন। তবে এর আগে বেলা তিনটে নাগাদ উমাকান্ত ময়দান থেকে নেশা বিরোধী এক রেলি শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করবে। সংগীতানুষ্ঠানের মূল আকর্ষণ থাকবে দেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী সোনু নিগম। সোমবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে এ সংবাদ জানান ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী। শুধু যুবকরা নয় সমাজের অন্যান্য স্তরেও নেশা প্রতি প্রবল আকর্ষণ বেড়েছে। বিশেষ করে উচ্চ মাধ্যমিক , কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরের সব অংশের পড়ুয়াদের মধ্যে। কোন কোন ক্ষেত্রে নেশা হেঁসেলেও ঢুকে গেছে। তাই শুধু নেশা বিরোধী অভিযান একতরফাভাবে করে এর প্রতি আকর্ষণ শেষ করা যাবে , এমন কোন গ্যারান্টি নেই। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এই গভীর সঙ্কটের প্রতি আরও খোলা চোখে দৃষ্টি দিতে হবে।

Exit mobile version