জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে সাক্ষী থাকতে রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ সামিল হন আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে। ফলে স্বাভাবিকভাবেই আস্তাবল ময়দানে আয়োজিত সমাবেশ ঐতিহাসিক রূপ ধারণ করে। উদ্যোক্তাদের প্রত্যাশা অনুযায়ী লোকসমাগম হওয়ায় গোটা মাঠে অব্যবহার সামগ্রীর ছড়াছড়ি প্রত্যক্ষ করা যায়। এতে করে স্বাভাবিকভাবেই অস্বচ্ছ হয়ে পড়ে গোটা ময়দান। তাই স্বামী বিবেকানন্দ ময়দানকে পূর্বের অবস্থা ফিরিয়ে দিতে সাফাই অভিযানে নামলো বিজেপির নেতাকর্মীরা। সোমবার সাত সকালে হাতে ঝাড়ু নিয়ে গোটা মাঠ সাফাই করে ময়দানের স্বচ্ছতা ফিরিয়ে আনলেন তারা। এদিনেরই কর্মসূচির নেতৃত্বে ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক কিশোর বর্মন, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ দলের বিভিন্ন গণসংগঠনের কর্মীরা।