Site icon janatar kalam

স্বচ্ছতার পাশাপাশি পরিষ্কার করতে হবে মনের ভিতর জমানো ময়লা : মানিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে শুধু পরিবেশ স্বচ্ছ করলেই চলবে না স্বচ্ছতা আনতে হবে মানুষের মনের ভিতরেও। কেননা গত ২৫ বছরে মানুষের মনে যে ময়লা জমেছে সেগুলোকেউ স্বচ্ছ করতে হবে। তবেই হবে প্রকৃত স্বচ্ছতা . বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা : মানিক সাহা।
আগরতলা পুর নিগমের উদ্যোগে বটতলা এলাকায় মুখ্যমন্ত্রী উপস্থিতিতে অনুষ্ঠিত হল সাফাই অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও আসামের ২ বিশিষ্ট সমাজসেবী ফণীন্দ্রনাথ শর্মা সহ আরো অন্যান্য অনেকে।মুখ্যমন্ত্রী এদিন নিজে ঝাড়ু হাতে নিয়ে বিভিন্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে হাত লাগিয়েছে। এদিন মুখ্যমন্ত্রী পূর্বতন সরকারকে আক্রমণ করতে গিয়ে বলেন , গত ৩৫ বছরে মানুষের মনও অস্বচ্ছ হয়ে পড়েছে। পরিবেশ স্বচ্ছতার পাশাপাশি মানুষের মনের ভিতরে জমে থাকা ময়লা কেউ তার মাধ্যমে পরিষ্কার করতে হবে। তবেই মঙ্গল হবে সমাজ দেশ ও দশের।
এদিকে আগরতলা পুর নিগমের ১৪ নং এবং ১৬ নং ওয়ার্ডে স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্রহণ করেছেন মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কর্পোরেটরগণ। অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন ,আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডকেই স্বচ্ছ রাখার জন্য গুরুত্বারোপ করেছে পুর নিগমের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে গোটা রাজ্যেই চলছে জোর প্রস্তুতি। এই প্রস্তুতির ফাঁকেই প্রশাসন বিশেষ গুরুত্বারোপ করেছে স্বচ্ছতার উপর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বচ্ছ আগরতলা শহর পুরস্কার দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচি রূপায়িত হচ্ছে।

Exit mobile version